জেলার সংবাদ, কৃষি

বৃষ্টি হচ্ছেই, ব্যাহত শীতের আগাম সবজি আবাদ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই অক্টোবর ২০১৯ ০৯:৩০:৫৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আশ্বিন শেষ হতে চললো তবু মাঝে মধ্যেই গুড়ি গুড়ি থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। এতে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতের সবজির আবাদ।

বন্যার কারণে শীতের সবজির আগাম ফলন নষ্ট হওয়ার পর বিরুপ আবহাওয়ার কারণে মৌসুমের সবজি চাষ নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। তবে, কৃষি বিভাগ বলছে, প্রতিকূলতা কাটিয়ে এবারও বগুড়ায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

ভালো দাম পাওয়ার আশায় জেলার শিবগঞ্জ, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি, ধুনট, গাবতলীসহ বেশক’টি উপজেলার কৃষকেরা শীতের নানা জাতের সবজির আগাম চাষ করেছিলেন। কিন্তু, গেলো বন্যা হতাশ করেছে তাদের। এদিকে, শীতের সবজি চাষের ভরা মৌসুমেও বৃষ্টির কারণে ক্ষতি হচ্ছে সবজি ক্ষেতের।

জেলার সবচেয়ে বড় সবজি বাজার মহাস্থানে শীতের আগাম সবজি কিনতে এসে হতাশ হচ্ছেন পাইকারি ক্রেতারা।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রাহেলা পারভীন জানান, এ বছর প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আগাম শীতের সবজি চাষ হয়েছে। শীতের সবজি আবাদেও লক্ষ্য অর্জন সম্ভব হবে।

এবছর, বগুড়ায় শীতের সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার ৪শ হেক্টর জমিতে। আর, ৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি উৎপাদিত হচ্ছে।

আরও পড়ুন