শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০৮:৩২:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

আজ বুধবার (৯ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে উপাচার্য পদে ড. হাসিবুর রশীদকে নিয়োগ করা হলো।

নতুন উপাচার্য ড. হাসিবুর রশীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। ১৪ জুন থেকে আগামী চার বছরের জন্য হাসিবুর রশীদ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। ড. হাসিবুর রশীদ স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ'র।

এদিকে, আগের মেয়াদে উপাচার্য ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তার বিরুদ্ধে নানা অনিয়মের একাধিক তদন্ত চলছে। এরইমধ্যে কয়েকটি অনিয়মের প্রমাণও মিলেছে।

আরও পড়ুন