রাজধানী, শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ১৫ শতাংশ কর বাতিলের দাবি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই জুন ২০২১ ০৬:৪৯:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর চলতি বাজেটে আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিক্ষার্থীরা ১৫ শতাংশ কর বাতিলের দাবিতে এ মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরোপিত করের বোঝাটা শিক্ষার্থীদের ওপর চাপানো হয়েছে। বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ওপর বসানো কর শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করা হবে বলে দাবি করেন তারা।

কঠোর আন্দোলনের আগেই সরকারকে বেসকারি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে কর আরোপ সিদ্ধান্ত বাতিলের দাবি করা হয়।

আরও পড়ুন