আন্তর্জাতিক, এশিয়া, আরব

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২০ ০৯:০৪:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈরুতে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবারের বিস্ফোরণের জন্য লেবাননে দীর্ঘদিনের দুর্নীতি এবং লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মনে করে বিশ্ব শক্তিগুলো।

রবিবার ফ্রান্সের নেতৃত্বে এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয়, এই অর্থ সরাসরি লেবাননের জনগণের উন্নয়নে ব্যয় করতে হবে। একইসাথে নিশ্চিত করতে হবে দক্ষতা ও স্বচ্ছতা।আন্তর্জাতিক নেতৃবৃন্দ আরো জানায়, ভবিষ্যতেও লেবাননের পাশে থাকবেন তারা।

এদিকে, বৈরুতে রাসায়নিক গুদামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২শ তে দাঁড়িয়েছে। দেশটিতে অব্যাহত আছে সরকারবিরোধী বিক্ষোভ। রবিবার রাতেও বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

আন্দোলনকারীদের নির্মূলে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। পদত্যাগ করেছেন দেশটির বিচার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং তথ্য মন্ত্রীসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।

আরও পড়ুন