আন্তর্জাতিক, ইউরোপ

বৈশ্বিক উষ্ণতায় ভেঙেছে গ্রিনল্যান্ডের বড় একটি বরফখণ্ড

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর ২০২০ ০৮:৩৮:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রিনল্যান্ডের বরফে ঢাকা বিশাল অঞ্চল বা আর্কটিক শেলফ থেকে বড় একটি অংশ ভেঙে গেছে। সেভেন নাইন এন নামের বরফ ঢাকা অঞ্চলটি গ্রিনল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত।  

বরফে ঢাকা মূল এলাকাটি প্রায় ১ হাজার ৬শ বর্গ কিলোমিটার আয়তনের। সেখান থেকে প্রায় ১শ ১০ বর্গ কিলোমিটার এলাকা বিচ্ছিন্ন হয়েছে। গত বছর সেভেন নাইন এন এলাকাটিতে ফাটল ধরে এবং চলতি বছরের গ্রীষ্মকালে শেষ পর্যন্ত তা বিচ্ছিন্ন হয়ে যায়। গ্রিনল্যান্ডে অন্য যেকোন অঞ্চলের চেয়ে দ্রুত গতিতে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ছে। গেল বছর এবং চলতি বছরের গ্রীষ্মে রেকর্ড তাপমাত্রা বেড়েছে এই অঞ্চলে।

এদিকে, সমুদ্রের তলদেশের তাপমাত্রা বেড়ে যাওয়ায় পানির নিচের অংশের বরফও ক্রমেই গলে যাচ্ছে বলে জানিয়েছেন সমুদ্রবিজ্ঞানীরা। বৈশ্বিক তাপমাত্রা বাড়তে থাকলে আরও বড় এলাকাজুড়ে বরফ গলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরও পড়ুন