আন্তর্জাতিক

বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই মে ২০২১ ১১:৩০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালদ্বীপের রাজধানী মালেতে বোমা বিস্ফোরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান স্পিকার মোহামেদ নাশিদসহ দু'জন আহত হয়েছে।

গণমাধ্যমের খবর বলছে, রাতে মালেতে নিজ বাড়ির সামনে বোমা হামলার শিকার হন নাশিদ। বিস্ফোরণে এক বিদেশি পর্যটক ও নাশিদের দেহরক্ষী আহত হয়েছে বলে জানা গেছে।

তবে, কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, নাশিদ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়।

নাশিদের ওপর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে তার রাজনৈতিক দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি।

এদিকে, বোমা বিস্ফোরণের স্থল ঘিরে রেখেছে পুলিশ। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন