ধর্ম, অন্যান্য ধর্ম

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা আজ

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০৯:১৩:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ।

বুধবার (২০ অক্টোবর) ভোরে মঙ্গলসূত্র পাঠের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়। খাগড়াছড়িসহ বিভিন্ন বিহারে মোমবাতি প্রজ্জ্বালন, পঞ্চশীল গ্রহণ, পূজাসহ নানা আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালন করেন বৌদ্ধরা।

এদিকে, সকালে সবুজবাগের বৌদ্ধ মন্দিরে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতায় যোগ দেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, এ শুভ লগ্নে ভগবান বুদ্ধ দেবলোক থেকে সাংকশ্য নগরে অবতরণ করেছিলেন। গৌতম বুদ্ধের অনুসারীরা শপথ নেন, হিংসা বিদ্বেষ ও ঘৃণামুক্ত সুন্দর পৃথিবী গড়ার।

প্রবারণা পূর্ণিমার অন্যতম প্রধান আকর্ষণ ফানুস ওড়ানো। মূলত গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের স্মৃতি স্মরণ করে উড়ানো হয় ফানুস।

আড়াই হাজার বছর আগে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথী পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করা হয়।

আরও পড়ুন