খেলাধুলা, ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে ১ম দিনই চাপে টাইগাররা

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ০৩:৫২:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় বোলারদের বলে বিভ্রান্ত হয়ে একের পর একজন সাজঘরের পথ ধরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ব্যাক-ফুটে বাংলাদেশ। ভারতীয় পেসার আর স্পিনারদের যৌথ আক্রমনে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয়েছে।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের ইন্দোরে বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়। এদিন, সকাল সাড়ে ৯টায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

উইকেটে ঘাস থাকায় ভারতীয় পেসাররা বাড়তি সুবিধা পান। তিন টপঅর্ডারকে হারিয়ে প্রথম সেশানেই বিপাকে পড়ে টাইগাররা। দলীয় ১২ রানেই সাজঘরে দুই ওপেনার। উমেশ যাদবের শিকার ইমরুল। আর সাদমান ফেরেন ইশান্ত শর্মার ফাঁদে পা দিয়ে।

উইকেটে সেট হতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ মিঠুনও। ১৩ রান করে শামির শিকার হন তিনি। ৩৭ করে ফেরেন অধিনায়ক মুমিনুল। ১০ রানেই থামেন মাহমুদউল্লাহ। তবে মুশফিক ইনিংসটা লম্বা করেন। ব্যক্তিগত ৪৩ করে মুশফিক থামলে দলীয় ১৪০ রানেই মিরাজ, লিটনও ফেরেন। বেশিক্ষণ টেকেননি তাইজুলও। এতে ১৫০ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

আরও পড়ুন