আন্তর্জাতিক, ইউরোপ

ব্রিটিশ পিয়ানো বাদকের শ্রোতা থাইল্যান্ডের ম্যাকাক বানর

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে নভেম্বর ২০২০ ০২:৩৬:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটিশ পিয়ানো বাদক পল বার্টনের শ্রোতা থাইল্যান্ডের লোপবুড়ি প্রদেশের ম্যাকাক বানর। পিয়ানোতে তোলা সুরে শিল্পী ও বানরদের মধ্যে গড়ে উঠেছে এক অকৃত্রিম সখ্য। পশুপ্রেমী পল এর আগে পিয়ানো শুনিয়েছেন হাতীদেরও।

থাইল্যান্ডে ঘুরতে এসে পিয়ানো বাজাচ্ছেন ব্রিটিশ পিয়ানো বাদক পল বার্টন। তবে তার পিয়ানোর শ্রোতা বানর। তাকে ঘিরে ধরে চলছে বানরদের সঙ্গীত বন্দনা।

লোপবুড়ি প্রদেশটি বিখ্যাত ম্যাকাক বানরের জন্য। এখানকার মানুষ বানরের অত্যাচারে অতিষ্ঠ হলেও শ্রোতা হিসেবে তাদেরকেই বেছে নিয়েছেন পল।

পিয়ানো বাদক পল বার্টন বলেন, এতগুলো বানরের সঙ্গে সঙ্গীতে ভরপুর সময় কাটাতে পারাটা এক কথায় চমৎকার একটা ব্যাপার। আমার মনে হয়  পিয়ানো বাজানো উপভোগ করেছে তারা।

তবে এতে বেশ বিপত্তিতেও পড়তে হয়েছে তাকে, কারণ শ্রোতারা যে বেয়াড়া। কেউ পিয়ানো জুড়ে শুরু করেছে লাফ ঝাঁপ, কেউ বা আবার স্বরলিপি ধরে করছে টানাটানি।

তারপরও পশুপ্রেমী পলের চেষ্টা সুরের মুর্ছনায় বানরদের শান্ত করার।  লোপবুড়ির চারটি ঐতিহাসিক জায়গায় গ্রিনস্লিভস, বেটোফেনের ফিউ এলিজে, মাইকেল নেইম্যানের ডায়েরি অফ লাভ গানের সুর তুলেছেন পল।

এর আগে, পিয়ানোতে বিখ্যাত কিছু গানের সুর তুলে হাতীদেরও শুনিয়েছেন ব্রিটিশ এই পিয়ানো বাদক।

আরও পড়ুন