ইউরোপ

ব্রিটেনে ঝুঁকিতে থাকা মানুষেরা ভ্যাকসিন পাবে কয়েক মাসে: বরিস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা ডিসেম্বর ২০২০ ০৩:৫৭:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্যে সবচেয়ে বেশি করোনার ঝুঁকিতে থাকা মানুষদের ফাইজার ভ্যাকসিন পেতে কয়েক মাস সময় লাগবে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

শিগগিরই সব নাগরিকের ওপর মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা থাকা ফাইজার ভ্যাকসিন প্রয়োগ সহজ হবে না বলেও মত তার। বরিস জনসন জানান, 'এখনই আনন্দিত হওয়ার সময় হয়নি। ভুলে গেলে চলবে না আমরা এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়ছি। সামনে শীতের কঠিন সময়ে ঝুঁকিতে থাকা মানুষকে সহজে ভ্যাকসিন দিতে পারছি না আমরা। বেশ কিছু অসুবিধা রয়েছে। তাই বলছি লড়াইটা এখনো শেষ হয়নি। আগের মতোই সাবধান থাকতে হবে।'

বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। আগামী সপ্তাহের শুরু থেকেই দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে।

আরও পড়ুন