ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ!

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১১:০১:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় ক্রিকেট বোর্ডে-বিসিসিআইর নতুন প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বিসিসিআইর সভাপতি হওয়ার পথে এগিয়ে রয়েছেন। আর সেক্রেটারি হতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। এছাড়া বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ ধুমাল হচ্ছেন নতুন কোষাধ্যক্ষ। এনডিটিভি জানায়।

সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিন হলেও জানা গেছে বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না। যেহেতু সর্বসম্মতিক্রমেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত হয়েছে। এর ফলে ৪৭ বছরের সৌরভ গঙ্গোপাধ্যায়কে, তাঁর বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) -এর সভাপতি পদ ছাড়তে হবে। বিসিসিআই প্রধানের দায়িত্ব তিনি পেতে পারেন ১০ মাসের জন্য।

সৌরভ গাঙ্গুলী এ পর্যন্ত ভারতের সফলতম টেস্ট অধিনায়কদের একজন। তার অধিনায়কত্বে ভারত ৪৯টি টেস্ট ম্যাচের মধ্যে ২১টি ম্যাচে জয়লাভ করে।

২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে তার অধিনায়কত্বেই ভারত ফাইনালে পৌঁছায়। একদিনের ক্রিকেটে তার মোট রানসংখ্যা এগারো হাজারেরও বেশি।

আরও পড়ুন