আন্তর্জাতিক, ভারত

ভারতের সিএএ সংশ্লিষ্ট ১৪৪টি আবেদনের শুনানি আজ

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ০৯:২০:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের সুপ্রিমকোর্টে সংশোধিত নাগরিকত্ব আইন- সিএএ সংশ্লিষ্ট ১৪৪টি আবেদনের শুনানি আজ।

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন। বেশিরভাগ পিটিশনেই নতুন আইনটিকে অবৈধ এবং সংবিধান পরপন্থি উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে আইনটি বৈষম্য সৃষ্টি করছে তাও বলা হচ্ছে।

বিতর্কিত আইনটি নিয়ে পিটিশন করেছে বেশ কিছু রাজনৈতিক সংগঠন, যার মধ্যে কংগ্রেস, ডিএমকে, সিপিআই, সিপিএম, ইন্ডিয়ান ইউনিয়ন মুসিলম লীগ রয়েছে।  

গত ১০ই জানুয়ারি আইনটি বাস্তবায়নের আদালতকে জানিয়েছে ভারত সরকার। এর আগে ১৮ই ডিসেম্বরের শুনানিতে ভারতের সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করে দেয়।  

আরও পড়ুন