আন্তর্জাতিক, ভারত

ভারতে একদিনে সর্বোচ্চ ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০৭:৩৯:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে মৃত্যুহার বেড়ে করোনায় একদিনে সর্বোচ্চ ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এটি একদিনে মৃত্যুর বিশ্বরেকর্ড। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৯৪ হাজার মানুষ।

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে সম্প্রতি মৃত্যুহার ও সংক্রমণ দুটোই কমে। দৈনিক মৃত্যু নেমে আসে আড়াই হাজারের নিচে। ভারতে এখন পর্যন্ত প্রাণহানি ৩ লাখ ৫৯ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যায় আমেরিকা এবং ব্রাজিলের পরই রয়েছে দেশটি। মোট শনাক্ত প্রায় ২ কোটি ৯২ লাখ।

দেশটিতে মে মাসের শুরুতে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ও সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। এরপর সংক্রমণ রোধে লকডাউন আরোপ, ভ্যাকসিন দেয়ার আওতা বাড়ানোর ফলে কমতে থাকে মহামারির প্রকোপ। জানুয়ারিতে শুরু হওয়ার পর দেশে মোট টিকা দেওয়া হয়েছে ২৩ কোটি ৯০ লাখের বেশি।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।  

আরও পড়ুন