আন্তর্জাতিক, ভারত

ভারতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ০৪:৪০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

ভারতে একদিনে করোনায় মৃত্যু যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। ৪শ' ৭৪ জনসহ দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ২০ হাজার। আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু হয়েছে ৩শ' ৭৮ জনের। শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও সংক্রমণের প্রথম ধাপের 'হাঁটুঅব্দি' আটকে আছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে শনাক্ত ১৬ লাখের বেশি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৬শ' ৫৬ জনের।

মাস্ক ছাড়া একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর দ্বিতীয়বারের মত করোনা পরীক্ষা করিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো।

অন্যদিকে, মেক্সিকোতে একদিনে ৪শ' ৮০ জনসহ মোট প্রাণ গেছে ৩১ হাজারের বেশি। সংক্রমণ বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে আবারও ছয় সপ্তাহের লকডাউন দেয়া হয়েছে।

বিশ্বজুড়ে গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ লাখ ৭১ হাজার ৫শ' ৮ জন। প্রাণ গেছে আরও ৩ হাজার ৫শ' ৮৩ জনের।

আরও পড়ুন