ভারত

ভারতে শুধু এপ্রিলেই কর্মহীন হয়েছেন ১২ কোটি মানুষ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ০৯:৫৩:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে গেল এপ্রিল মাসে ভারতে কর্মহীন হয়েছেন ১২ কোটি মানুষ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনোমির তথ্য অনুযায়ী শুধু এপ্রিলেই ১২ কোটি ২০ লাখ ভারতীয় নাগরিক কাজ হারিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। অন্যদিকে, করোনা মহামারির কারণে আমেরিকা মহাদেশজুড়ে ৩০ কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়তে পারে। এমন আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও।

দুই মাস আগে সারা ভারত জুড়ে যখন আচমকা লকডাউন জারি করা হয়েছিল, মাত্র চার ঘন্টার নোটিশে কার্যত থেমে গিয়েছিল দেশটির অর্থনীতির চাকা। লকডাউনের জেরে ভারতে মারুতি বা মাহিন্দ্রার মতো অটোমোবাইল জায়ান্ট কারখানায় উৎপাদন যেমন থেমে গেছে, তেমনি রাস্তার পাশে চায়ের দোকান, আবাসন শিল্পের লাখ লাখ শ্রমিক, ঠেলাওলা বা রিক্সাওলা সবার রুটিরুজি বন্ধ হয়ে যায় রাতারাতি।

এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর, নির্মাণ শ্রমিকসহ ক্ষুদ্র ব্যবসায়ী। গবেষকরা জানান, লকডাউনে ভারতের ৮০ শতাংশ পরিবারের আয় কমেছে এবং কোনো ধরনের সহায়তা ছাড়া তাদের অনেকের পক্ষেই আর বেশি দিন জীবিকা নির্বাহ করা সম্ভব নয়।

করোনার কারণে বিশ্বের ৪ কোটি ৯০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে নিমজ্জিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস, চলতি বছর শুধু ভারতেই প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে।

আমেরিকা মহাদেশজুড়ে ৩০ কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত চার মাসে বেকারত্বের সংখ্যা অন্তত ৮ কোটি।

আরও পড়ুন