আন্তর্জাতিক, ভ্রমণ, ভারত

ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ১৪ই ডিসেম্বর ২০১৯ ১২:৪৯:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের নতুন নাগরিকত্ব বিলের প্রতিবাদে দেশটি চলমান সহিংসতার জেরে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

শুক্রবার বিবৃতি দিয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সংঘাতপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশ দু'টি।

এদিকে  চলমান বিক্ষোভের মুখে শিলং সফর বাতিল করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মেঘালয়ের শিলং সফরের কর্মসূচি ছিল তার।

একই সঙ্গে বাতিল করা হয়েছে তার সোমবারের অরুণাচল প্রদেশের সফরও। তবে আজ শনিবার নির্বাচনী প্রচারণায় ঝাড়খণ্ড সফর করবেন অমিত সাহা।

অন্যদিকে নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবার  কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার রাজধানী দিল্লিসহ আসাম, মেঘালয়, ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

আরও পড়ুন