আন্তর্জাতিক

ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ২১শে মার্চ ২০২১ ১২:৫২:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মুষুলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে সিডনির অনেক এলাকায় দেখা দিয়েছে বন্যা। আরও বন্যার আশঙ্কায় এসব এলাকা থেকে জনগণকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার বড় একটি বাঁধ থেকে পানি উপচে পড়ায় এবং ছোটখাট একটি টর্নেডো শহরের পশ্চিম দিকে তাণ্ডব চালানোর পর সিডনির কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। দ্রুতগতিতে এগুতে থাকা বন্যার পানিতে অসংখ্য বাড়িঘর ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। কাটা পড়েছে বিদ্যুতের লাইনও।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যজুড়ে বন্যার পানিতে আটকেপড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। হাজার হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

বৃহস্পতিবার পর্যন্ত এমন ঝড়ো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দাদের অবশ্যই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন