খেলাধুলা, অন্যান্য খেলা, নারী

ভারোত্তলনে বাংলাদেশকে স্বর্ণ উপহার মাবিয়ার

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০১:৩৪:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ এশিয়ান গেমসে ভারোত্তলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত।

সাউথ এশিয়ান গেমসে ক্যারিয়ারের দ্বিতীয় স্বর্ণ পদক জিতলেন দেশ সেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তাতে এবারের গেমসে তিনদিন পর স্বর্ণের দেখা পেলো বাংলাদেশ।

৭৬ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন মাবিয়া । পদক জয়ের পথে ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৮৫ কেজি তুলে পেছনে ফেলেন শ্রীলঙ্কান প্রতিযোগিকে। এ নিয়ে বাংলাদেশের পদক সংখ্যায় স্বর্ণ জমা হলো পাঁচটি।

নেপালের পোখারায় নিজের প্রথম ইভেন্টেই সর্বোচ্চ পদক নিজের করে নেন মাবিয়া। একই ইভেন্টের ৮১ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জহুরা খাতুন নিশা। এর আগের আসরে ভারতের গৌহাটিতেও ৬৩ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জিতেছিলেন মাবিয়া।

আরও পড়ুন