জাতীয়, আইন ও কানুন

ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে বিক্ষোভ

ময়ূখ

ডিবিসি নিউজ

রবিবার ৩১শে মে ২০২০ ০৪:৪৩:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন নিম্ন আদালতের সাধারণ আইনজীবীরা।

দুপুরে রাজধানীর মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নিয়মিত কোর্ট চালুর দাবি জানিয়ে ঢাকা মহানগর আদালতের বিচারক কে এম ইমরুল কায়েসের সাথে দেখা করতে যান বিক্ষোভকারি আইনজীবীরা। কিন্তু পুলিশি বাঁধার মুখে দেখা করতে না পেরে ফিরে আসেন তারা।

এ সময় উত্তেজিত আইনজীবীরা ভার্চুয়াল কোর্টের নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে স্লোগান দেন। সাধারণ আইনজীবীদের আর্থিক সমস্যা লাঘবে দ্রুত নিয়মিত কোর্ট চালু করতে সরকারে প্রতি আহ্বান জানান তারা।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ভার্চুয়াল কোর্ট বন্ধের দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে গণস্বাক্ষর করেন আইনজীবীরা।

আরও পড়ুন