জেলার সংবাদ

ভাসানচর যেতে চট্টগ্রাম গেলো ২,৫৫৫ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে মার্চ ২০২১ ০৯:০০:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে ৪৪টি বাসে ভাসানচর যেতে আগ্রহী ২ হাজার ৫৫৫ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর থেকে ৩টি দলে ভাগ করে বাসযোগে উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। এরমধ্যে দুপুর ১টায় ১৫টি বাসে ৮৮৪ জন, দুপুর ২টায় ১৫টি বাসে ৮৯০ জন এবং বিকাল ৫টায় ১৪টি বাসের তিনটি গাড়ি বহর নিয়ে রওনা হয় আইন-শৃংখলা বাহিনীর নিরাপত্তায় প্রশাসনের সংশ্লিষ্টরা।

জানা যায়, রাতে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে অবস্থান করার কথা রয়েছে তাদের। নৌবাহিনীর ব্যবস্থাপনায় বুধবার (৩১ মার্চ) চট্টগ্রাম থেকে তারা ভাসানচরে পৌঁছাবেন।

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, এর আগে ১৪ হাজার ২শ' জন রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। ষষ্ঠ ধাপে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক আরো চার হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হতে পারে। আগামীকাল আরো অন্তত ২ হাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ১১ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে সরকারের।

আরও পড়ুন