বাংলাদেশ, রাজনীতি

ভিখারুন্নিসার প্রিন্সিপালের ফোনালাপের নিন্দায় মির্জা ফখরুলে বিবৃতি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০৯:৪৮:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের ভাইরাল হওয়া একটি ফোনালাপের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার মির্জা ফখরুল ভাইরাল হওয়া ফোনালাপের বিষয়ে এ বিবৃতি প্রকাশ করেন। এ  প্রসঙ্গে তিনি বলেন,'অন্যান্ন সকল প্রতিষ্ঠানের মতো সরকার শিক্ষা প্রতিষ্ঠানকেও চরম  এবং অনুগত অযোগ্য ও সন্ত্রাসী ব্যক্তিদের বসিয়ে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিচ্ছে।'

বিএনপি মহাসচিব বলেন,'ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু দুর্ভাগ্য যে বর্তমান সরকারের আমলের শুরু থেকেই এটা ক্রমাগত নির্লজ্জ দলীয়করণ, ভর্তি বানিজ্য, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটির মান মর্যাদা ধুলিস্যাত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে।'

প্রিন্সিপালের মতো দায়িত্বশীল পদে ক্ষমতাসীন দলের সন্ত্রসী-ক্যাডার নিয়োগ দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন,'এরা শিক্ষক নামে কলঙ্ক। এই দলবাজ, সন্ত্রসী মহিলা যিনি কথায় কথায় ক্ষমতার দাপটে অস্ত্র ও আওয়ামী লীগ নামধারী সন্ত্রসী বাহিনীর হুমকি দেয়, তার হাতে শিক্ষা, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী, অভিভাবকসহ কেউই নিরাপদ নয়।'

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের একই অবস্থা বলে মন্তব্য করে তিনি বলেন,'দলীয় অনুগত, দুর্নিতীর দায়ে অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে বলে দাবি করেন।'

আরও পড়ুন