জাতীয়, প্রবাস

ভিসা নবায়নেও ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসীরা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২০ ০৯:০২:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টিকিট জটিলতা ও করোনা পরীক্ষায় ভোগান্তির পর, এখন ভিসা নবায়ন করতে গিয়ে নতুন করে ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসীরা।

করোনা কারণে দেশে এসে আটকে পড়ার পর ফের কর্মস্থলে ফিরতে ইচ্ছুক সৌদি প্রবাসীরা এবার ভিসা নবায়নেও ভোগান্তিতে পড়েছেন। ভিসা নবায়ন করা হবে এমন খবরে রবিবার ভোর থেকে সৌদি দূতাবাসের সামনে ভিড় করেন প্রবাসীরা। এ সময় সৌদি দূতাবাস থেকে জানানো হয় ১৮টি এজেন্সির মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করা হবে। তাই যোগাযোগ করতে হবে এজেন্সিগুলোর সাথে।

কিন্তু প্রবাসীরা বলছেন তারা এমন ব্যবস্থার কথা জানেন না। আর এজেন্সিগুলো ভিসা নবায়নের জন্য বাড়তি টাকাও দাবি করছে। সৌদি প্রবাসীদের অভিযোগ, এজেন্সিগুলো তাদের কাছ থেকে ভিসা নবায়ন বাবদ ৩০ থেকে ৪০ হাজার টাকা করে ফি চাইছে।

প্রবাসীরা চান আগের মতো অনলাইনে ভিসার মেয়াদ বাড়ানো হোক। এছাড়া টিকিট নিয়ে ভোগান্তিসহ সৌদি প্রবাসীদের নানা অভিযোগ ছিল আজও। সৌদি এয়ারলাইন্সের কাউন্টার ও বিমান অফিসে টিকিটের জন্য দীর্ঘ সারির অপেক্ষা ছিল দিনভর। অভিযোগ, অন্য এয়ারলাইন্সে দেশে ফেরা প্রবাসীদের কাউকেই টিকিট দিচ্ছে না বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স।

নানা সমস্যার কথা তুলে ধরে প্রবাসীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করলে তাদের সরিয়ে দেয়া হয়।

গত ২৩ সেপ্টেম্বর সৌদি সরকার বাংলাদেশি প্রবাসীদের ভিসা এবং আকামার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়।

আরও পড়ুন