বাংলাদেশ, আইন ও কানুন

ভুল তথ্য দিয়ে পণ্যের বিজ্ঞাপন কেন বন্ধ নয়, হাইকোর্টের রুল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে সেপ্টেম্বর ২০২১ ০২:০৭:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভুল তথ্য ও অপব্যাখ্যা দিয়ে পণ্যের বিজ্ঞাপন কেনো বন্ধ করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

ই-কর্মাসসহ যে কোনো ব্যবসায় লোভনীয় ও অবাস্তব অফার বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশনের নিষ্ক্রিয়তা কেনো বেআইনি হবে না তাও জানতে চেয়েছে আদালত।

মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ, এক আইনজীবীর করা রিটের শুনানি করে এই রুল জারি করে। বিভিন্ন সময় পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করার বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণর অধিদপ্তর ও প্রতিযোগিতা কমিশন কোনো ব্যবস্থা না নিয়ে নীরব থাকে। একই সাথে এসব ব্যবসার ধরণ সম্পর্কেও খোঁজ রাখে না।

এসব বিষয়ে তাদের নিষ্ক্রিয়তা রয়েছে বলে মন্তব্য করেছে বেঞ্চ। আগামী চার সপ্তাহের মধ্যে বাণিজ্য সচিব, তথ্য সচিব, ভোক্তা অধিকার ও প্রতিযোগিতা কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট শুনানিতে ই-ভ্যালি ও ই-অরেঞ্জের জালিয়াতির বিষয়েও আলোচনা হয়। 

আরও পড়ুন