জেলার সংবাদ, অপরাধ

ভুয়া আসামির কারাবাসের ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১২ই আগস্ট ২০২০ ০৭:৫০:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মূল আসামীর পরিবর্তে অন্য এক ব্যক্তির কারাবাস।

কুমিল্লায় পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মূল আসামীর পরিবর্তে অন্য এক ব্যক্তির কারাবাসের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে ৩ সদস্যের কমিটি।

বুধবার দুপুরে, তদন্ত কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলাম সরদারের নেতৃত্বে তদন্ত দল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যান। এ সময় আনোয়ার হোসেন পরিচয়ে কারাগারে থাকা ভুয়া আসামী আবু হানিফকে ঘটনার বিষয়ে  জিজ্ঞাসাবাদ করা হয়। সে ঘটনার সত্যতা স্বীকার করে ও ঘটনার সাথে জড়িতদের নাম প্রকাশ করে।  এ সময় তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার মিয়াজী ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকালে বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল ফজল মীর। তাদেরকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে।  

আরও পড়ুন