আন্তর্জাতিক, আমেরিকা

ভুয়া তথ্য দেয়ায় ট্রাম্পের টুইটার একাউন্টে নিষেধাজ্ঞা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৬ই আগস্ট ২০২০ ০১:৪৬:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা বিষয়ক একটি ভুয়া ভিডিও প্রচারের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে টুইটার। 

যদিও পরে ভিডিওটি সরিয়ে ফেলার পর আবারও একাউন্টটি চালু হয়।

ভিডিওটিতে দেখা গেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমক ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন শিশুরা করোনার বিরুদ্ধে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে। এই বার্তাটিকে করোনা বিষয়ক ভুয়া তথ্য বলে চিহ্নিত করেছে টুইটার।

একটি বিবৃতিতে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এই অ্যাকাউন্টের মালিককে নিজের করা এই ভুল টুইটটি অ্যাকাউন্ট থেকে সরাতে হবে, তারপরেই এই অ্যাকাউন্ট তিনি পুনরায় ব্যবহার করতে পারবেন।

এই একই ভিডিও ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও সরিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন