আন্তর্জাতিক, আরব

ভূপাতিত ইউক্রেনের উড়োজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করে: ইরান

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ০২:৫৮:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের তেহরান থেকে উড্ডয়নের পর ভূপাতিত ইউক্রেন এয়ারলাইন্সের উড়োজাহাজটিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত করে বলে জানিয়েছে ইরান।

তদন্তের পর মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টর-এম ওয়ান নামের ক্ষেপণাস্ত্র দুটি উত্তর দিক থেকে ছোঁড়া হয়। স্থানীয় সময় সকাল ৬টা ১২ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করে এবং আট হাজার একশো ফুট উচ্চতায় ফ্লাইট কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উড়োজাহাজটি একটি আবাসিক এলাকার ওপর দিয়ে উড়ছিলো। ভূপাতিত হয়ে সেটি প্রথমে একটি পার্কে পড়ে এবং পরে কয়েক টুকরো হয়ে কাছের একটি খেলার মাঠ, ক্ষেত ও বাগানে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন