বাংলাদেশ, অপরাধ, রাজধানী

ভেজাল ঘি কারাখানায় অভিযান চালিয়ে ৪ জন গ্রেপ্তার

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুন ২০২১ ০৪:৩৪:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাম অয়েল, ডালডা ও ক্ষতিকারক রং একসাথে চুলায় জাল দিয়ে, তার সঙ্গে ফ্লেভার মিশিয়ে তৈরি করা হচ্ছে ঘি। পরে অত্যাধুনিক মেশিনে টিনের কৌটাজাত করে দেশের নামি-দামি কোম্পানির মোড়ক লাগিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়।

 এমন একটি কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল।

গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে রাজধানীর বেগম বাজারে ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। অভিযানে প্রায় পাঁচ মণ ভেজাল ঘি ও এসব তৈরির মালামাল জব্দ করা হয়। ভেজাল ঘি তৈরিতে ব্যবহৃত মালামাল মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

পুলিশ জানায়, নকল এই ঘি নামী প্রতিষ্ঠানের কৌটায় ভরে বিক্রি করা হতো।  অভিযানে কারখানার মালিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ জানান,' দেশের যে ব্রান্ডেড কোম্পানি রয়েছে, সে সকল ব্রান্ডেড কোম্পানির কোটায় ভেজাল ঘি ভরে তারা বাজারজাত করে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মালিক রয়েছে। এর আগেও তাকে একই অভিযোগে সাজা দেয়া হয়েছে। ছাড়া পেয়ে আবার এই কাজ শুরু করেছেন।'

আরও পড়ুন