আন্তর্জাতিক, ইউরোপ, অন্যান্য

ভেনেজুয়েলায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

ফারুক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে এপ্রিল ২০২২ ০৩:১৭:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়ালা সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু। দেশটির সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে এই সফর বলে দুই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কারাকাসে মিরাফ্লোরে প্রাসাদে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলুর সাথে বৈঠকে মাদুরে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর তুরস্ক সমর্থন করায় ধন্যবাদ জানান। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের জ্বালানি, সাংস্কৃতিক ও বাণিজ্য খাতে ৭টি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যদিও চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৮ সাল থেকে ভেনেজুয়েলায় খাদ্য ও প্রসাধনী সামগ্রীর রপ্তানি বাড়িয়েছে তুরস্ক। আর ভেনেজুয়েলা তুরস্কের কাছে স্বার্ণ বিক্রি করছে।

আরও পড়ুন