জেলার সংবাদ

ভোলায় করোনা উপস্বর্গ নিয়ে দুই যুবক আইসলেশনে ভর্তি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ১২:৩১:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা শনাক্তে তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

করোনাভাইরাসের উপস্বর্গ নিয়ে ভোলায় দুই যুবক হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাতে, সদর হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তাদের ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার রাজাপুর এলাকায় এবং অন্যজনের বাড়ী জয়পুরহাট জেলায়।  

তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) ব্যবস্থা নিতে হাসপাতালের পক্ষ থেকে জরুরি বার্তা পাঠানো হয়েছ।

বিষয়টি নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, জ্বর, সর্দি ও গলা ব্যাথা নিয়ে দুই যুবক চিকিৎসা নিতে আসলে তাদেরকে আইসোলেশনে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের করোনা রয়েছে কি না তা বলা যাচ্ছে না। ওই দুই যুবকের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান তিনি।

এদিকে, জেলায় ৪২৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে, যারমধ্যে গত ২৪ ঘন্টায় বেড়েছে আরো ২ জন। তবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় এরমধ্যে ২৬৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে ভোলার স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

আরও পড়ুন