আন্তর্জাতিক, আমেরিকা

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্য

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে জুলাই ২০২১ ০২:০৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অন্তত ৩ লাখ একর এলাকা।

সরিয়ে নেয়া হচ্ছে কয়েক হাজার বাসিন্দাকে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ২ হাজারের বেশি কর্মী।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেড়শোর বেশি ঘরবাড়ি। দেশটির ১৩টি অঙ্গরাজ্যে এখনো সক্রিয় রয়েছে কমপক্ষে ৮০ টি দাবানল।

কর্তৃপক্ষ বলছে, প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। চলমান তাপপ্রবাহে দাবানল আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।  আসছে সপ্তাহে তাপমাত্রা আরও বেড়ে তীব্র খরা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে কানাডায় নতুন করে অন্তত ১৫০টি দাবানল শুরু হয়েছে। রাশিয়ার সাইবেরিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। 

আরও পড়ুন