ধর্ম

মহামারিতে সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে জুন ২০২০ ০৯:০৮:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে এ বছর সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। করোনাভাইরাস মহামারিতে অব্যাহত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের মধ্য থেকে সীমিত সংখ্যক হাজিদের নিয়ে পালিত হবে ধর্মীয় এই আনুষ্ঠানিকতা। সীমিত সংখ্যক হাজিদের নিয়ে এ বছর হজ পালনের সিদ্ধান্ত নেয়া হলেও অন্য কোনো দেশ থেকে কারো আসার অনুমতি থাকছে না।

বিবৃতিতে আরো বলা হয়, মহামারি চলতে থাকায় এবং বড় ধরনের জনসমাগমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে এবার হজের আনুষ্ঠানিকতা পালিত হবে।

এবার বাংলাদেশ থেকে ৬৪ হাজার ৫৯৪ জন হজে যেতে আগ্রহী ছিলেন। সৌদি সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের হজে যাওয়া হচ্ছে না।  প্রতি বছর ঈদুল আযহার সময় ২৫ লাখ মুসলিমের অংশগ্রহণে সৌদি আরবে পালিত হয় পবিত্র হজ।

আরও পড়ুন