জেলার সংবাদ

মাছ ধরার ফাঁদে মিলল রাসেল ভাইপার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শনিবার ৪ঠা জুলাই ২০২০ ০৩:৪২:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী থেকে পদ্মায় ভেসে এখানে একটি চর এলাকায় বংশবিস্তার করছে রাসেল ভাইপার।

মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের সার্দারকান্দি গ্রামের পদ্মার শাখা নদীতে মাছ ধরার ফাঁদ 'চাইয়ের' ভিতর রাসেল ভাইপার পাওয়া গেছে। শনিবার সকালে মাছ সংগ্রহ করতে গিয়ে চাইয়ের ভিতর অজগর সদৃশ সাপ দেখতে পান জেলা মোঃ আবুল হোসেন। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় সাপটি তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ছবি দেখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করছি রাজশাহী থেকে পদ্মায় ভেসে এখানে একটি চর এলাকায় বংশবিস্তার করেছে রাসেল ভাইপার। গেল বছরের এই জেলা থেকে রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

আবুল হোসেন জানান, গতকাল সন্ধ্যায় পদ্মার শাখা নদীতে মাছ শিকারের জন্য চাই রেখে আসি। আজ সকালে যখন মাছ সংগ্রহ করতে যাই ফাঁদের ভিতর অজগরের মতো দেখতে একটি সাপ দেখতে পাই। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় ভিতরে বন্দি করেই নিজ বাড়িতে নিয়ে আসি।

আরও পড়ুন