বলিউড

'মাদকবিরোধী অভিযানের সময় উপস্থিত ছিল না আরিয়ান'

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই অক্টোবর ২০২১ ০৩:৩০:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্রুজ পার্টিতে মাদকবিরোধী অভিযানের সময় বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সেখানে উপস্থিতই ছিলেন না।

তার কাছে মাদক কেনার জন্য নগদ অর্থ ছিল না এবং মাদকও পাওয়া যায়নি। আজ মুম্বাইয়ের একটি আদালতে আরিয়ানের জামিন আবেদনের শুনানিতে এসব দাবি করেছেন তার আইনজীবী।

অন্যদিকে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-এনসিবি জানিয়েছে, আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটে মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটি জানায়, আরিয়ান মাদক সংগ্রহ ও বিতরণে জড়িত। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। মাদক সংগ্রহ করতে এক বিদেশি নাগরিকের সঙ্গে সে যোগাযোগ করে।

এসময় তদন্তকারী দল আরও জানায়, এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে একে অপরের সাথে সংযুক্ত ছিল এবং মাদকের সাথে তাদের প্রত্যেকের সংশ্লিষ্টতা রয়েছে। এমন পরিস্থিতিতে কোন একজনকে আলাদা করা সম্ভব নয়।

গত শুক্রবার থেকে মুম্বাইয়ের একটি কারাগারে বন্দি আরিয়ান। গত ২রা অক্টোবর একটি প্রমোদতরী থেকে অবৈধ মাদক রাখার দায়ে আরিয়ান তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন