বাংলাদেশ, জাতীয়, শিক্ষা

মাধ্যমিক বিদ্যালয় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

kamrul Islam

ডিবিসি নিউজ

সোমবার ১১ই জানুয়ারী ২০২১ ০৫:০৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৩৯০ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।  বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনলাইন ভর্তি কার্যক্রম উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।  

এ প্রক্রিয়ায় দেশব্যাপী ৩৯০ টি বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ৭৭ হাজার ১৪০টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। এসকল শূন্য আসনের বিপরীতে ৫ লাখ ৭৪ হাজার ৯২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদনসমূহ ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বন্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতির ব্যবস্থা করা হয়। লটারিতে নির্বাচন প্রক্রিয়ায় সরকারি নিয়মে ভর্তি নীতিমালা অনুসরণ করা হয় বলে দাবি করা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।

বিকেলে রারাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে দ্বি জরা হয়, ডিজিটাল অনলাইন লটারি প্রক্রিয়ায় মাধ্যমে ছাত্রছাত্রী নির্বাচন কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।   

আরও পড়ুন