জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

মানবতাবিরোধী অপরাধ: পাঁচ আসামির রায় কাল

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০১:৩২:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার পাঁচ আসামির রায় হবে আগামীকাল মঙ্গলবার। গত ২১শে জুলাই মামলার শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার বিচারপতি মো. শাহিনুর ইসলামসহ তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করেন।  মামলার ছয় আসামির মধ্যে একমাত্র রঞ্জু মিয়া কারাগারে। পলাতক আসামিরা হলেন- রাজাকার কমান্ডার আবদুল জব্বার, জাফিজার রহমান খোকা, আবদুল ওয়াহেদ মণ্ডল, মমতাজ আলী বেপারি ও আজগর হোসেন খান।

এদের মধ্যে আজগর হোসেন খান মারা গেছেন। তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন