আন্তর্জাতিক, এশিয়া

মালয়েশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে আহত দুই শতাধিক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে মে ২০২১ ০১:০০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুই ট্রেনের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হযেছেন। এর মধ্যে ৪৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, সোমবার রাত পৌনে ৯টার দিকে এলআরটি কেলালা জায়া লাইনে যাত্রীবাহী একটি ট্রেন অপর একটি ফাঁকা ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে, এর মধ্যে বেশির ভাগকেই ভর্তি করা হয়েছে কুয়ালালামপুর হাসপাতালে।

দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেলের অপারেশন কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগের ঘাটতি থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

আরও পড়ুন