সাহিত্য, জাতীয়

মাসুদ রানা সিরিজ: স্বত্ব নিয়ে কপিরাইট অফিসের আদেশ এক মাস স্থগিত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই সেপ্টেম্বর ২০২০ ০৩:২৬:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র লেখক দাবি করে কপিরাইট রেজিস্ট্রার অফিসে মামলা করেন শেখ আবদুল হাকিম।

মাসুদ রানা সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা শেখ আবদুল হাকিমের নামে ঘোষণা করা কপিরাইট অফিসের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

নিজেকে থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’র লেখক দাবি করে এক বছর আগে কপিরাইট রেজিস্ট্রার অফিসে মামলা করেন শেখ আবদুল হাকিম। তার দাবি, এই সিরিজের প্রথম ১৮টি বইয়ের পরের ২৬০টি বই কাজী আনোয়ার হোসেনের নামে প্রকাশ হলেও মূল লেখক তিনি। অথচ একটি বই বাদে কোনোটিতেই কপিরাইট স্বত্ব নেই তাঁর।

একইভাবে সেবা প্রকাশনীর থ্রিলার সিরিজ ‘কুয়াশা’র ৫০টি বইয়ের মূল লেখক নিজেকে দাবি করেন তিনি। এক বছরের আইনি লড়াই শেষে ১৪ই জুন শেখ আবদুল হাকিমের পক্ষে রায় দেয় কপিরাইট অফিস।

আরও পড়ুন