বাংলাদেশ, জাতীয়, রাজধানী

মাস্কসহ স্বাস্থ্যবিধি না মানলে ৬ মাসের জেল, লাখ টাকা জরিমানা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ১২:২১:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাড়ির বাইরে মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি না মানলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সাক্ষরিত এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।

কোনো ব্যক্তি এই আইন না মানলে তার বিরুদ্ধে সংক্রমণ আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এই আইন জেলা প্রশাসক ও যথাযথ কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

স্বাস্থ্যবিধি বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি পালনের অন্যতম অনুসঙ্গ মাস্ক। কেউ যদি এটা না পরে বাইরে বের হয় তাহলে সেটা হবে আইন লঙ্ঘন, বলেছে স্বাস্থ্য অধিদফতর।

জেলা প্রশাসক বা যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করেন, সংক্রমণ আইনের ২৪ এর ১ ও ২ ধারায় অপরাধ সংঘটন করলে সর্বোচ্চ সাজা ছয় মাসের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা। করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে অবশ্যই মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন