জাতীয়, জেলার সংবাদ, রাজধানী

মাস্ক পরা নিশ্চিতে সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল জরিমানা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে নভেম্বর ২০২০ ০৯:০২:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সচেতনতায় মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন জেলায় পরিচালিত হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। চট্টগ্রাম, লালমনিরহাটে মাস্ক না পরায় করা হয়েছে জেল জরিমানা। 

২৫শে অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্ত- মাস্ক না পরে বাইরে বের হলে হতে পারে অর্থদন্ড এমনকি জেল জরিমানাও। করোনার ২য় ঢেউ মোকাবেলায় সরকারি সেই নির্দেশনা বাস্তবায়ন করতে রাজধানীসহ সারাদেশেই চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। 

সাধারণের মাস্ক পরা নিশ্চিত করতে দুপুরে রাজধানীর মতিঝিলের থেকে শুরু হয় অভিযান। মাস্ক না পরার দায়ে বিভিন্ন জনকে ১০০- ৩০০ টাকার অর্থদন্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারী আদেশ অমান্যের কারণে দন্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় এই অর্থদন্ড দেয়া হয়। 

চট্রগ্রামের চকবাজার এলাকায়ও চালানো হয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মাস্ক কেনার সামর্থ্য থাকার পরও যারা পরছেন না তাদের দেয়া হচ্ছে জেল, করা হচ্ছে জরিমানা। অন্যদিকে লালমনিরহাটেও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে।

আরও পড়ুন