আন্তর্জাতিক, স্বাস্থ্য

মাস্ক পরা নিয়ে অবস্থান পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ৬ই এপ্রিল ২০২০ ০৬:৫১:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরা নিয়ে অবস্থান পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত জানুয়ারিতে চীনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে আসছিল, যারা সংক্রমিত ও যাদের শরীরে লক্ষণ প্রকাশ পেয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা ছাড়া অন্যদের মাস্ক পরার প্রয়োজন নেই।

তবে শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ ইমার্জেন্সিস প্রোগ্রামের নির্বাহী পরিচালক ড. মাইকেল রায়ান জানান, ডিজপোজেবল মাস্ক ছাড়াও বাসায় বানানো এবং কাপড়ের মাস্ক কোভিড-১৯ এর বিরুদ্ধে সামগ্রিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে।

সম্প্রতি করোনায় আক্রান্ত কিন্তু লক্ষণ প্রকাশ পায় নি এমন ব্যক্তিদের দ্বারা সংক্রমণের ঘটনার পর সবাইকেই মাস্ক পরার পরামর্শ দিল সংস্থাটি।

আরও পড়ুন