জেলার সংবাদ, অপরাধ, সংবাদের ভিডিও

মা-ছেলেকে অপহরণ মামলায় একজনের স্বীকারোক্তি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে আগস্ট ২০২১ ১১:১০:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিআইডির সোর্স খাসিউর রহমান এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বুধবার রাতে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেন গ্রেপ্তারকৃত সিআইডির সোর্স।

এদিকে, মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরের ডিবি পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা হস্তান্তরের আদেশ হয়েছে, তবে এখনও কাগজপত্র হাতে পাইনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভূক্তভোগী পরিবার।

গত ২৩শে আগস্ট চিরিরবন্দরের লুৎফুর রহমানের স্ত্রী জহুরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীরকে অপহরণ করে ১৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ৮ লাখ টাকায় মা-ছেলেকে মুক্তি দিতে রাজি হয় তারা। মঙ্গলবার টাকা দেয়ার জন্য দিনাজপুর সদরের বাঁশেরহাট এলাকায় যেতে বলে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে যায়। টের পেয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর সময় যানজটে আটকা পড়লে স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা তাদের আটক করে।  

বুধবার বিকেলে রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবীর সোহাগ, উপপরিদর্শক হাসিনুর রহমান, কনস্টেবলসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়।

আরও পড়ুন