অপরাধ

মিতু হত্যা: বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৫শে জানুয়ারী ২০২২ ০৩:১৬:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্ত্রী মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের দায়ের করা মামলায় আদালত তার জামিন নামঞ্জুর করেছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করেন।

এর আগে, গত ৩০শে ডিসেম্বর এ মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাবুলকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন। পরে ৯ই জানুয়ারি শুনানি শেষে স্ত্রী মিতু হত্যা মামলায় স্বামী বাবুলের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ই জুন সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে নগরীর জিইসি মোড়ে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন বাবুল বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করে। নিজের করা মামলায় বাবুল গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্ত চলছে।

আরও পড়ুন