আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারের মোবিয়ে থানায় বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৩শে মে ২০২১ ০৯:৫১:০৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জান্তা সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলার ঘটনা বেড়েছে। রবিবার মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শহর মোবিয়েতে একটি থানায় বিদ্রোহীদের হামলায় অন্তুত ১৩ নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।    

এছাড়া ৪ জনকে আটক করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে থানার বাইরে নিরাপত্তারক্ষীদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিদ্রোহীদের একজন মুখপাত্র থানায় আগুন দেয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এই হামলা চালায়। রবিবার চীনের সঙ্গে সীমান্তে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিদ্রোহীদের গোলাগুলি হয়। এছাড়া জেড খনি রয়েছে এমন একটি শহরেও হামলা চালায় বিদ্রোহীরা।

এদিকে, আন্দোলন করায় এক লাখ ২৫ হাজারের বেশি স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে সামরিক জান্তা সরকার।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৯ হাজার কর্মকর্তা-কর্মচারীকেও বরখাস্ত করা হয়েছে।   

আরও পড়ুন