আন্তর্জাতিক

মিয়ানমারের সামরিক সরকারকে সহিংসতা বন্ধের আহ্বান আসিয়ানের

কামরুন নাহার

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৯:২৪:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের সরকারের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন আসিয়ান নেতারা। মঙ্গলবার আসিয়ানের সদস্য দেশগুলোর ভার্চুয়াল বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়।

আন্দোলনকারীদের ওপর সহিংস হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন আসিয়ান নেতারা। মঙ্গলবার মিয়ানমার নিয়ে বৈঠক করেছেন আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে সংকট সমাধানে মিয়ানমারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া।

এছাড়াও মিয়ানমারের আটক এনএলডি নেত্রী অং সান সু চিসহ সব গ্রেপ্তার হওয়া বন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়ান লং। তিনি বলেন, সব পক্ষকেই আলোচনায় বসে সমাধানের আহ্বান জানাচ্ছি। সংকট সমাধানে আসিয়ানের সদস্য দেশগুলো আলোচনায় বসার জন্য প্রস্তুত। এজন্য মিয়ানমারকে দুয়ার খুলে দিতে হবে।

বৈঠকে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়ান লং বলেন, আমি মনে করি না বন্দি করে সামরিক সরকার কোনো সুবিধা করতে পারবে। বরং এতে সমস্যা আরো জটিল হচ্ছে। তাই অবিলম্বে অং সান সু চিসহ আটকদের মুক্তি দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।

সেনা অভ্যুত্থানের পর একমাসে হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এরমধ্যে রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক চিকিৎসকও রয়েছেন। 

কঠোর অবস্থানে যাওয়া সামরিক সরকারকে সময় মতো উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া মিয়ানমার জান্তা সরকারের সাম্প্রতিক কার্যক্রমে নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানিসহ আরও বেশ কয়েকটি দেশ।

এদিকে, মঙ্গলবার ইয়াঙ্গুনের বিভিন্ন অংশে সামরিক শাসনবিরোধী শ্লোগান দেয় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্টান গ্রেনেড ও রবার বুলেট ছোড়ে। 



মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের শহর কালেতে আন্দোলনকারীদের ওপর সহিংস হয় নিরাপত্তা বাহিনী। টিয়ারগ্যাসের পাশাপাশি গুলিও ছোড়ে পুলিশ। এসময় সেখানে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন