আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের সেবা দেয়ায় গ্রেপ্তার ১৮

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে নভেম্বর ২০২১ ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেনা অভ্যুত্থানবিরোধীদের সেবা দেয়ায় ১৮ চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। বুধবার দেশটির গণমাধ্যম এই তথ্য জানায়।

সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় কায়াহ প্রদেশের একটি গির্জায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সেখানে ৪৮ জন রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছিল। যার মধ্যে ৭ জন করোনা রোগীও ছিলেন।

জান্তা সরকারের মুখপাত্র জানান, 'সন্ত্রাসী' সংগঠনের কয়েকজন সদস্যকে চিকিৎসকরা গোপনে চিকিৎসা দিচ্ছেন বলে তথ্য পান তারা। এর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।  গ্রেপ্তার হওয়া চিকিৎসকদের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

চলতি বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পরই ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। সেনা শাসকের অধীনে চিকিৎসাকেন্দ্র গুলোতে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন অনেক চিকিৎসক।

আরও পড়ুন