আন্তর্জাতিক, এশিয়া

মিয়ানমারে সন্তানদের স্কুলে না পাঠিয়ে অভিভাবকদের প্রতিবাদ

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৮ই নভেম্বর ২০২১ ১১:২২:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারে সেনাশাসনের প্রতিবাদে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এছাড়া সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে বিভিন্ন স্কুলে বিস্ফোরণের ঘটনায় প্রাণভয়েও শিক্ষার্থীদের স্কুলে পাঠানো হচ্ছে না।

গেল পহেলা নভেম্বর স্কুল খুলে দেয়া হয় মিয়ানমারে। কিন্তু জান্তা সরকার স্কুল পরিচালনা করায় এ পদক্ষেপ নিচ্ছেন গণতন্ত্রপন্থীরা। শিক্ষকরাও বিরত থাকছেন শিক্ষাদান থেকে। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

এদিকে, চলতি সপ্তাহে হামলা চালিয়ে সরকারি বাহিনীর ৭০ সেনাকে হত্যার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী পিডিএফ। রবি ও সোমবার দেশটির সাগাইং, মাগওয়ে, মান্দালয়, ইয়াঙ্গুন এবং আয়েয়ারওয়াদি অঞ্চলে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি।

অন্যদিকে, দেশটির ক্ষমতাচ্যুত শীর্ষ নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টসহ ১৬ জনের বিরুদ্ধে গত বছরের নির্বাচনে জালিয়াতির অভিযোগ গঠন করেছে দেশটির নির্বাচন কমিশন। এসব ব্যক্তি নির্বাচনের একাধিক আইন অমান্য করেছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এরমধ্যে ভোটার তালিকায় নাম নাই এমন ব্যক্তিদের দিয়ে ভোট দেয়ানোসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

আরও পড়ুন