আন্তর্জাতিক, প্রবাস

মুজিববর্ষ উদযাপনে নিউ ইয়র্কের সিনেটে প্রস্তাব পাশ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৬ই মার্চ ২০২১ ১১:১২:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে প্রস্তাব পাশ হয়েছে।

গেল ৯ই মার্চ পাশ হয় প্রস্তাবটি। বাংলাদেশি-মার্কিনিদের অবদানে স্বীকৃতি দেয়া হয় প্রস্তাবে। 

নিউ ইয়র্কের বিভিন্ন জাতিগোষ্ঠীর সমৃদ্ধি ও বৈচিত্র্যে অবদান রাখতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে স্বীকৃতি দেয়ার এবং শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে স্টেট সিনেট।

প্রস্তাবে আরও বলা হয়েছে, বাংলাদেশকে গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুত্ববাদী এবং মধ্যপন্থী দেশের উদাহরণ হিসেবে উল্লেখ করে মার্কিন পর্রাষ্ট্রমন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন করতে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্য নেয়া হয়েছে বলেও জানানো হয়েছে প্রস্তাবে।  

আরও পড়ুন