বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

মুজিববর্ষ উপলক্ষ্যে দুই জেলায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ০৭:৪৬:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মুজিববর্ষ উপলক্ষ্যে কক্সবাজার ও মৌলভীবাজারে প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী ।

এছাড়া, গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সুরক্ষা সামগ্রী হস্তাস্তর করেছে নৌবাহিনী।

কক্সবাজারের রামুর চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  দিনব্যাপী এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। আয়োজনে নেতৃত্ব দেন সেনাবাহিনী রামুর ১০ পদাতিক ডিভিশনের গণমাধ্যম সমন্বয়কারি মেজর ওমর ফারুক। চিকিৎসা শিবিরে আড়াই-শতাধিক প্রসূতি নারী সেবা গ্রহণ করেন।  

এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় অর্ধশতাধিক প্রসূতি মায়ের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।  

এদিকে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের নিরাপত্তা কর্মীদের মাঝে বিভিন্ন সুরক্ষা সামগ্রী হস্তান্তর করে নৌবাহিনী।  

এছাড়া, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মা ও শিশু হাসপাতালে পিপিই, মাস্ক, স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছে নৌবাহিনী।  

আরও পড়ুন