ইউরো ২০২০ বাছাই

মূলপর্বে জার্মানি, ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ডস

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৭ই নভেম্বর ২০১৯ ০৭:২৮:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরো বাছাই ফুটবলে মূলপর্বে খেলা পর্ব নিশ্চিত করেছে জার্মানি। আরেক ম্যাচে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে গোল শুন্য ড্রতেও ইউরো সেরার টর্নামেন্টে খেলবে ডাচরা।

ঘরের মাঠে জোয়াকিম লোর ৫-৩-৩ এ সহজ ফরমেশন। বেলারুশ বস মেরখেলের কৌশল আরও সাদামাটা ৪-৪-২। ইউরো কোয়ালিফিকেশন নাইটে জার্মান বেলারুশ ফাইট। ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত স্বাগতিক অ্যটাকারাদের রক্ষনের ব্যারিকেডে আটকে রাখে বেলারুশ। পরের মিনিটেই এলোমেলোর শুরু। মাথিয়াস গিনটারের ফাইনাল টাচে ১-০ তে এগিয়ে যায় জার্মানী। ফার্স্ট হাফের বিরতিতে ১-০ গোলের লিড স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে আরও শার্প অ্যাটাক ডায়মানশাফটদের। ৪৯ মিনিটে ২-০ তে পিছিয়ে পড়ে বেলারুশ। এবারের স্কোরার গোরহেজকা। ৬ মিনিট বাদেই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুসের গোলে ৩-০ তে এগিয়ে জার্মানী। আর, ৮৩ মিনিটে গুনদোয়ানের অ্যাসিস্টে বেলারুশের জালে চার আর নিজের জোড়া পূরণ করেন টনি ক্রুস।

ক্রোয়েশিয়া-স্লোভাকিয়া ম্যাচে নিজের মাঠে ক্রোটদের ম্যাচের শুরু হতাশ করা দৃশ্য দিয়ে। ৩২ মিনিটে রর্বাট বোজেনিকের গোলে পিছিয়ে স্বাগতিকরা। পরে, ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান নিকোলা ভ্লাসিস, বল বাড়িয়েছিলেন পেরিসিস। ৪ মিনিট পর লিড নেয় ক্রোয়েশিয়া। লুকা মড্রিচের অ্যাসিস্টে বেলারুশের জাল কাঁপান পেতকো ভিচ।

৭৪ মিনেট গেস্টদের পোস্টে শেষ পেরেক ঠুকেন পেরিসিস, ব্যবধান দাঁড়ালো ৩-১। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্লোভাকিয়া।

ইউরো বাছাই নাইটের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের সাথে গোল শুন্য ড্র করেছে নেদারল্যান্ডস।

আরও পড়ুন