বাংলাদেশ, জেলার সংবাদ, আইন ও কানুন

মেজর সিনহা হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২২শে সেপ্টেম্বর ২০২১ ১১:৪১:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তৃতীয় দফায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় কক্সবাজার জেলা কারাগার থেকে ১৫ আসামিকে আদালতে আনা হয়। তৃতীয় দফায় দ্বিতীয় দিন পর্যন্ত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পর্যায়ক্রমে আরো ৭২ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হবে।

এর আগে গত ২৩ থেকে ২৫শে আগস্ট পর্যন্ত মামলার প্রথম দফার সাক্ষ্যগ্রহণে দুইজন সাক্ষ্য দেন। পরে ৫ থেকে ৮ই সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় আরো চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। 

আরও পড়ুন